প্রাথমিক স্বাস্থ্যসেবার উন্নতি ছাড়া বাংলাদেশে সর্বজনীন স্বাস্থ্য সুরক্ষা অর্জন সম্ভব নয়। স্বাস্থ্য খাতে শৃঙ্খলা প্রতিষ্ঠা করা জরুরি হয়ে পড়েছে। অতীতের ব্যর্থতা বা ভুল শোধরানোর এখনই উপযুক্ত সময়।
রাজধানীর প্রথম আলো কার্যালয়ে গতকাল শনিবার ‘বাংলাদেশে সর্বজনীন স্বাস্থ্যসেবা: চ্যালেঞ্জ ও সম্ভাবনা’ শীর্ষক গোলটেবিল বৈঠকে বক্তারা এ কথা বলেন। বেসরকারি প্রতিষ্ঠান আর্ক ফাউন্ডেশন ও প্রথম আলো যৌথভাবে এই বৈঠকের আয়োজন করে। বৈঠকে অন্তর্বর্তী সরকারের স্বাস্থ্যবিষয়ক কমিশনের সদস্য, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ, স্বাস্থ্য অর্থনীতিবিদ, গবেষক, সাবেক আমলা ও সরকারের কর্মকর্তারা বক্তব্য দেন। আয়োজকদের পক্ষ থেকে বলা হয়, সর্বজনীন স্বাস্থ্য সুরক্ষা দিবস সামনে রেখে এই বৈঠকের আয়োজন করা হয়। দিবসটি ১২ ডিসেম্বর।
বৈঠকে একাধিক অংশগ্রহণকারী বলেন, স্বাস্থ্য খাতের দুর্বলতা দূর করার সুযোগ অন্তর্বর্তী সরকারের আছে। তাঁরা জোর দিয়ে বলেন, একদিকে স্বাস্থ্য খাতে সরকারি বরাদ্দ বাড়াতে হবে, অন্যদিকে পাওয়া বরাদ্দ সুষ্ঠুভাবে ব্যয় করার দক্ষতাও অর্জন করতে হবে। স্বাস্থ্য খাতে আয় শ্রেণিতে অথবা গ্রাম ও শহরে যেসব বৈষম্য আছে, তা দূর করতে হবে। অনুষ্ঠানে স্বাস্থ্য সুরক্ষা কর্মসূচির (এসএসকে) দুর্বলতা নিয়ে আলোচনা হয়।

একটি মন্তব্য পোস্ট করুন